দেশজুড়ে

বরিশাল যুবলীগের যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে আহ্বায়কের মামলা

চেক প্রতারণার অভিযোগ এনে বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদারের বিরুদ্ধে পৃথক দুটি  মামলা দায়ের করেছেন আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেন।আদালতের দায়িত্বরত বিচারক মো. রফিকুল ইসলাম মামলা দুটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। দুটি মামলাতেই শাহিন সিকদারকে একমাত্র আসামি করা হয়। মামলার আরজি সূত্রে জানা যায়, বাদী নিজামুল ইসলাম নিজাম ও আসামি শাহিন সিকদারের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে আহ্বায়ক নিজামের কাছ থেকে বিভিন্ন সময় ১৭ লাখ ১৫ হাজার টাকা ধার নেন যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার।২০১৪ সালের ১৯ অক্টোবর তাদের মধ্যে লিখিত চুক্তি হয় যে যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার পাঁচ লাখ টাকা করে কিস্তির মাধ্যমে ওই টাকা পরিশোধ করবেন।চুক্তিনুযায়ী গত ২০ জুলাই শাহিন সিকদার তার ঢাকা ব্যাংক বরিশাল শাখায় থাকা অ্যাকাউন্টের বিপরীতে পাঁচ লাখ টাকার চেক দেন আহ্বায়ক নিজামকে।একই ভাবে কয়েক দিন পর পাঁচ লাখ টাকার আরো একটি চেক দেন শাহিন সিকদার। গত ২৩,২৬ জুলাই ও ১০ আগস্ট আহ্বায়ক নিজাম ওই চেক দুটি নিয়ে টাকা উত্তোলন করতে গেলে শাহিন সিকদারের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকায় চেক দুটি ডিজঅনার হয়।এ ঘটনার পর গত ১৩ আগস্ট নিজাম তার পাওনা টাকা ফেরতের জন্য ৩০ দিনের সময় বেধে দিয়ে আইনী নোটিশ প্রদান করেন শাহিন সিকদারকে। এরপরও কোনো পদক্ষেপ না নিলে আজ চেক প্রতারণার মামলাটি দায়ের করা হয়।মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম জাগো নিউজকে জানান, এটা রাজনৈতিক কোন দ্বন্দ্ব নয়। তার সঙ্গে ব্যক্তিগত কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। একাধিকবার শাহিন সিকদার টাকা দেয়ার কথা বলে প্রতারণা করায় আইনের আশ্রয় নেয়া হয়েছে। তবে এতে করে তার সঙ্গে রাজনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।সাইফ আমীন/এমজেড/আরআইপি

Advertisement