বিনোদন

ঈদে তৌকীর-তারিনের কথা শুনতে হবে

দাপুটে সভাবের আরিফ স্ত্রী রোদেলাকে খুব ভয় পায়। রোদেলা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, উচ্চ শিক্ষিত না হলেও লেখাপড়া খানিকটা জানে। বাড়ির অন্যান্য সবাই রোদেলাকে সমীহ করে চলে।

Advertisement

আরিফ ব্যবসার কাজ শেষ করে ঢাকা থেকে ফিরেই পড়ে স্ত্রীর সামনে। শুরু হয় শ্বাসন। করোনায় সচেতন থাকার উপদেশ দেয় তাকে। রোদেলা আরিফকে জানিয়ে দেয় আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টিন এ থাকতে হবে। যেমন কথা তেমন কাজ।

ঘরবন্দি হয় আরিফ, বাড়ি যেনো হাসপাতাল। রোদেলাও কাছে আসে না। দরজার বাইরে থেকে কথা হয়। সাস্থবিধি মেনে সবকিছু। ঘর বন্দি থেকে আরিফ পাগলের মতো হয়ে যায়। রোদেলা কাজে ব্যস্ত থাকলে চুরি করে বাইরে বের হয়ে কাজের লোকদের সাথে কথা বলে আরিফ। বারবার রোদেলার কাছে ধরা পড়ে।

সামনে কোরবানির ঈদ। বরাবরের মতো সবচাইতে বড় গরু কোরবানি দিতে হবে এবারও। আরিফ অস্থির হয়ে উঠে এই করোনার সময় কোথায় বসবে বড় গরুর হাট।

Advertisement

চতুর্দিকে লোক লাগিয়ে দেয় আরিফ বড় গরু লাগবেই নইলে মান থাকবে না। এবারও বাধ সাধে রোদেলা তার স্পষ্ট প্রতিবাদ প্রতিযোগিতা করে কখনই কোরবানি হয় না। তাছাড়া করোনার সময় অনেক মানুষ অর্থ কষ্টে আছে, মোটামুটি একটা কোরবানি দিয়ে বাকি টাকা গরীবদের দান করতে বলে আরিফকে।

এইবার আরিফ প্রতিবাদে ফেটে পড়ে। সবচাইতে বড় গরুই সে কোরবানি দিবে। কোনো কথা শুনবেনা সে। অপর দিকে রোদেলার ঘোষণা তার কথা শুনতেই হবে। অবশেষে রোদেলার জয় হয়। নানা যুক্তির কাছে হার মানে আরিফ।

এমনই গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘কথা শুনতে হবে’। এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন, ম আ সালাম, আকাশ আহমেদ, স্মরণ সাহা, লুবনা প্রমুখ।

নাটকটিতে আরিফের চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও রোদেলার চরিত্রে অভিনয় করেছেন তারিন।

Advertisement

নির্মাতা জানান, এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।

এমএবি/এলএ/পিআর