জাতীয়

সবসময় চলছে না ওয়াটার ট্যাক্সি

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর গত ৩১ মে থেকে যাত্রী নিয়ে চলাচল শুরু করে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি। তবে ফের চলা শুরুর প্রথম দিন থেকেই তুলনামূলক কম যাত্রী থাকায় দিনব্যাপী বেশ কিছুক্ষণ বিরতি দিয়ে চলত ট্যাক্সিগুলো। দীর্ঘদিন ধরে এই যাত্রী সংকটের কারণে এখন ট্যাক্সিগুলো দিনব্যাপী চলাচল করছে না। গুলশান সংলগ্ন ওয়াটার ট্যাক্সি ঘাট গুদারাঘাটে একটি নোটিশ টাঙিয়ে রেখেছেন কর্তৃপক্ষ।

Advertisement

সেখানে লেখা আছে, ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে যাত্রী সংকটে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সার্ভিস সকাল সাড়ে ৭টা হতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আগের মতো আবার সকাল সাড়ে ৬টা হতে রাত ১০টা পর্যন্ত সার্ভিসটি চালু থাকবে।’

বেলা সাড়ে ১১টার পর যখন সার্ভিসটি বন্ধ ছিল, তখন মকিদুর রহমান নামের একজন যাত্রী ওয়াটার ট্যাক্সিযোগে এফডিসি ঘাটে যাওয়ার জন্য নতুন বাজার থেকে গুদারাঘাট এসেছিলেন। কিন্তু তিনি এসে দেখতে পেলেন ওয়াটারট্যাক্সি চলছে না।

তিনি বলেন, ‘কারওয়ান বাজার যাব, তাই এত দূর থেকে গুদারাঘাটে আসলাম। এখন দেখছি চলাচল সাময়িক বন্ধ। করোনা পরিস্থিতিতে যখন বিরতির পর ওয়াটার ট্যাক্সি চলাচল শুরু করল, তখনও দেখেছি খুব কমসংখ্যক যাত্রী নিয়ে দীর্ঘ বিরতি দিয়ে ওয়াটারট্যাক্সিগুলো চলাচল করত। আর এখন দেখছি বন্ধ আছে।’

Advertisement

সার্ভিসটির এই সময়সূচি পরিবর্তন ও সাময়িক সময়ে বন্ধের বিষয়ে বিস্তারিত জানতে গুদারাঘাট কাউন্টারে কাউকে পাওয়া যায়নি। কাউন্টারসহ গুদারাঘাটের সার্বিক কার্যক্রম বন্ধ ছিল।

প্রসঙ্গত, গুদারঘাট-রামপুরা ব্রিজ-এফডিসি-এবং পুলিশ প্লাজার ঘাটের মধ্যে চলাচল করতো ওয়াটার ট্যাক্সিগুলো। সেখানে রামপুরা ব্রিজ সংলগ্ন ঘাট থেকে গুলশান-১ নম্বর গুদারাঘাট পর্যন্ত ২৫ টাকা, এফডিসি মোড় সংলগ্ন ঘাট পর্যন্ত ৩০ টাকা, পুলিশ প্লাজা পর্যন্ত ১৫ টাকা ভাড়া। অন্যদিকে গুদারাঘাট থেকে এফডিসি পর্যন্ত ৩০ টাকা, রামপুরা পর্যন্ত ২৫ টাকা ভাড়ায় যাত্রীরা যাতায়াত করতে পারেন।

এএস/জেডএ/পিআর

Advertisement