উত্তর কোরিয়ায় একজন সন্দেহভাজন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। এরপরেই জরুরি বৈঠকে বসেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে জরুরি বৈঠক ডেকেছেন কিম।
Advertisement
কেসিএনএর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, সন্দেহভাজন ওই করোনা রোগী গত ১৯ জুলাই অবৈধভাবে কায়েসং শহর দিয়ে উত্তর কোরিয়ায় প্রবশে করেছে। তিন বছর আগে তিনি পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছিলেন।
বর্তমানে ওই ব্যক্তিকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সম্প্রতি যারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কায়েসং এবং এর আশেপাশের এলাকায় আইসোলেশন বিধি জারি করেছেন কিম জং উন। সন্দেহভাজন করোনা রোগী যে এলাকায় ছিলেন সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
Advertisement
কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখবে দেশটির সেন্ট্রাল মিলিটারি কমিশন। ওই ব্যক্তিকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে বলেও জানানো হয়েছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, এটাই দেশের প্রথম সন্দেহভাজন করোনার কেস।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে বরাবরই উত্তর কোরিয়া দাবি করে আসছে যে, তাদের দেশে একজনও করোনায় আক্রান্ত হয়নি। তবে বিশ্লেষকরা বলছেন এটা অসম্ভব। কারণ চীনের সঙ্গে সীমান্ত থাকার পরেও উত্তর কোরিয়ায় কেউ করোনায় আক্রান্ত হয়নি, এটা গ্রহণযোগ্য নয়।
টিটিএন/পিআর
Advertisement