চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাইয়ে অভিযান চালিয়ে মাছের ভেজাল খাবার (নকল ফিশ ফিড) তৈরির কারখানা আবিষ্কার করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
Advertisement
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টানা তিন ঘণ্টার অভিযানে সিএফসি ফিশ ফুড নামের ওই কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৩০টির বেশি প্রতিষ্ঠিত কোম্পানির কয়েক হাজার নকল ব্যাগ জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এ বিষয়ে জাগো নিউজকে বলেন, “কারখানার নাম ‘সিএফসি ফিশ ফুড’ হলেও কারখানার মালিক ভেজাল মৎস্য খাদ্য উৎপাদন করে প্রতিষ্ঠিত কিছু কোম্পানির নামে বাজারজাত করে আসছেন। অভিযানে নাহার এগ্রো, নারিশ ফিশ, কোয়ালিটি ফিড, ক্যাপ্সি বাংলা, মেগা ফিড, আর আর ফিড, মিট ক্যাটল ফিড, ফ্রেশ ফিড, কর্ণফুলী তেলাপিয়া ফুড, বিডি ফিশ ফুডসহ প্রায় ৩০টির বেশি কোম্পানির নকল বস্তায় তার পণ্য সরবরাহ করছেন। বস্তাগুলো জব্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, ‘বিভিন্ন নামি-বেনামি কোম্পানির নাম প্যাকেটে ব্যবহার করে নিজস্ব কারখানার মৎস্য খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রতারণার শামিল।’
Advertisement
“সিএফসি ফুড কোনো ধরনের লাইসেন্স ছাড়াই মৎস্য খাদ্য উৎপাদন করছে। খাদ্যের মান নিশ্চিত করতে ল্যাব টেস্টের অনুমোদনও নেই। এমনকি পরিবেশ অধিদফতরের ছাড়পত্রের প্রয়োজন হয় এজন্য। ‘মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০’ ও বিধিমালা ২০১১ অনুযায়ী ফিশ ফিড উৎপাদন, অনুমোদন ছাড়া বিক্রি, লেভেলিং এবং মজুত নিষিদ্ধ”-যোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
আবু আজাদ/এসআর/পিআর