বৈশ্বিক মহামারি করোনার উৎপত্তিস্থল চীনের মূল ভূখণ্ডে অনেকদিন পর সম্প্রতি কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেশিরভাগ উপসর্গহীন। এর আগে বেইজিংয়ের একটি পাইকারি বাজার থেকে ক্লাস্টার সংক্রমণ শুরু হওয়ায় লাখ লাখ মানুষকে লকডাউন করে রাখা হয়।
Advertisement
শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গতকাল শুক্রবার দেশজুড়ে নতুন করে আরও ৩৪ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, যা গত বৃহস্পতিবারের ২১ এবং বুধবারের ২২ জনের চেয়ে বেশি। তারও একদিন আগে মঙ্গলবার দেশটিতে ৩১ জন উপসর্গহীন কোভিড-১৯ পজিটিভ রোগী পাওয়া যায়।
চীনের স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, গতদিন নতুন করে আক্রান্তদের মধ্যে ২০ জনই একেবারে পশ্চিমাঞ্চলীয় মুসলিম অধ্যূষিত প্রদেশ শিনজিয়াংয়ের। এছাড়া নয়জন উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের বাসিন্দা। অপর পাঁচজন বিদেশ থেকে আসা। একদিন আগে উপসর্গহীন রোগী ৪৩ থাকলেও এখন তা ৭৪ জন।
গত বছরের শেষ নাগাদ চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে মহামারি নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। দেশটির সরকারের দেওয়া হিসাব বলছে, শুক্রবার পর্যন্ত চীনে আক্রান্ত হিসেবে শনাক্ত ৮৩ হাজার ৭৮৪। সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৮৮৯। আক্রান্তদের ৪ হাজার ৬৩৪ জন মারা গেছে।
Advertisement
এসএ/এমকেএইচ