গরুর মাথার মাংস অনেকের কাছেই পছন্দের। তবে এটি সঠিক রেসিপিতে রান্না না করলে স্বাদ ভালো হবে না। মশলার ব্যবহারই পারে স্বাদ বাড়িয়ে দিতে। তবে কোন মশলা কতটুকু ব্যবহার করতে হবে তা জানা থাকা চাই। চলুন জেনে নেয়া যাক গরুর মাথার মাংস রান্নার সহজ রেসিপি-
Advertisement
উপকরণ: গরুর মাথার মাংস ১ কেজিপেঁয়াজ কুচি ১ কাপটমেটো কুচি আধা কাপহলুদ গুঁড়া আধা চা চামচআদা বাটা ১ চা চামচধনে গুঁড়া আধা চা চামচসরিষার তেল আধা কাপগোলমরিচ গুঁড়া আধা চা চামচতেজপাতা ২টি গরম মসলা গুঁড়া ১ চা চামচ।
প্রণালি: তেলে পেঁয়াজ বাদামী করে ভেজে হলুদ গুঁড়া, তেজপাতা, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো দিয়ে কষাতে হবে। তারপর পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। গরম মসলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, জয়ফল ও জয়ত্রী গুঁড়া দিয়ে ঢেকে দিতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।
এইচএন/এএ/জেআইএম
Advertisement