দেশজুড়ে

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন চুমকি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা বুধবার সকাল সাড়ে ১০টায় সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জোম হোসেন পলাশ, নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলার সমাজ সেবা অফিসার আমির হোসেন, কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ কুমার দাস, স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান আরমান উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভর্তিকৃত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। আব্দুর রহমান আরমান/এসএস/আরআইপি

Advertisement