একদিনে রাজশাহী বিভাগে আরও আটজনের প্রাণ নিয়েছে করোনাভাইরাস। শুক্রবার (২৪ জুলাই) বগুড়ায় চারজন, রাজশাহীতে তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জে একজন মারা গেছেন। এনিয়ে বিভাগের আট জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৫ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানান।
Advertisement
তিনি জানান, এখন পর্যন্ত করোনায় বগুড়ায় সর্বোচ্চ ৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও রাজশাহীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে তিনজন, নওগাঁয় ১৩ জন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন, সিরাজগঞ্জে ১০ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
বিভাগে নতুন করে আরও ২৩৮ জনের করোনা শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯১ জনের বাড়ি রাজশাহী। এছাড়াও নওগাঁর ৬৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, বগুড়ার ২৬ জন, নাটোরের তিনজন, জয়পুরহাটের দুইজন, সিরাজগঞ্জের ৩০ জন এবং পাবনার চারজনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে এ পর্যন্ত ১১ হাজার ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়। এছাড়াও রাজশাহীর দুই হাজার ৬০৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৩২ জন, নওগাঁর ৯১৯ জন, নাটোরের ৩৯১ জন, জয়পুরহাটের ৬৬১ জন, সিরাজগঞ্জের এক হাজার ২৪৪ জন এবং পাবনার ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, শুক্রবার বিভাগের ১৪৩ জন করোনা জয় করেছেন। এর মধ্যে ৮৬ জনই বগুড়ার বাসিন্দা। এছাড়াও এ দিন রাজশাহীর ১০ জন, সিরাজগঞ্জের ৪৩ জন এবং পাবনার চারজন সুস্থ হয়েছেন।
বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬৩৭ জন। এর মধ্যে রাজশাহীর ৯৬৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫৩ জন, নওগাঁর ৬৪৫ জন, নাটোরের ১৫২ জন, জয়পুরহাটের ১৯৭ জন, বগুড়ার দুই হাজার ৮৪৫ জন, সিরাজগঞ্জের ৩৫৩ জন এবং পাবনার ৩২৩ জন করোনা জয় করেছেন।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/জেআইএম
Advertisement