গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলির বড় ভাই ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) চেয়ারম্যান স্নেহাশিষ গাঙ্গুলি। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন স্নেহাশিষ আর বাড়িতেই সেলফ কোয়ারেন্টাইনে ঢুকে যান সৌরভ।
Advertisement
তবে তখন থেকেই চিন্তা ছিল, একই বাড়িতে থাকায় সৌরভ গাঙ্গুলি নিজেও করোনায় আক্রান্ত নয় তো? এ প্রশ্নের জবাব পাওয়া যেত কেবল কোভিড-১৯ টেস্ট করানো হলেই। সেটি করিয়েছেন সৌরভ এবং পরীক্ষায় নেগেটিভ এসেছে তার নমুনার ফল।
শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন কলকাতার প্রিন্সখ্যাত এ ক্রিকেটার। এ ব্যাপারে সৌরভ নিজে কোনো মন্তব্য না করলেও, তার ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে করোনা নেগেটিভের খবর ছাপিয়েছে কলকাতার সংবাদমাধ্যমগুলো।
সৌরভ করোনামুক্ত হলেও, এখনও পুরোপুরি সুস্থ হননি তার বড় ভাই স্নেহাশিষ। যার ফলে এখনও বেলে ভুই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীলই রয়েছে। আর সৌরভসহ পরিবারের বাকি সদস্যরা বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন।
Advertisement
এসএএস/এমএস