প্রবাস

৫ম আন্তর্জাতিক শিশু অধিকার সম্মেলন অনুষ্ঠিত

শিশুর অধিকার আরও সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমেরিকার ইয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। শনিবার ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল এর উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার ছিল এ সম্মেলনের ৫ম আসর। ড. ব্রেইন ডিব্রোফ এর সভাপতিত্বে এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন- ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান, টিভি উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণ, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এটিএন বাংলার শিশু অধিকার বিষয়ক অনুষ্ঠান ‘আমরা করবো জয়’ এর নির্বাহী পরিচালক তাশিক আহমেদ, আমেরিকাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, চেকোশ্লোভাকিয়ার রাষ্ট্রদূত ইদিতা হারডা, শ্রীলংকার রাষ্ট্রদূত ড. রোহান পেরেরা, ইউনিসেফ এবং আইএলও-এর প্রতিনিধি, টিএমএসএস এর নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ।উলে­খ্য, ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল মূলত শিশু অধিকার নিয়ে কাজ করে। এই সংগঠনের মূল উদ্দেশ্য পৃথিবীর সর্বত্র সব শিশুর জন্য সমান অধিকার নিশ্চিত করা। এআরএস/এমএস

Advertisement