তুরস্কে অভিবাসীদের একটি নৌকা ডুবে অন্তত ২৪ যাত্রী নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। ইস্তাম্বুল শহর থেকে উত্তরের উপকূলে সোমবার এই নৌকাডুবির ঘটনা ঘটে। বসফোরাস ও ব্লাক সি’র মোহনায় এই নৌকাডুবিতে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।এক উদ্ধারকর্মী আলী সারুহান বলেছেন, বাতাসের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। নৌকাটি আয়তনে ছোট। কিন্তু এতে ৪০ জনের মতো যাত্রী ছিল। নিহত ও নিখোঁজরা কোন দেশের নাগরিক, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এই শরণার্থীরা রোমানিয়ায় যাচ্ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ রোমানিয়া।দুই মাস আগে ইইউ-গামী শরণার্থীদের একটি দলকে উদ্ধার করেছিল তুরস্কের কোস্ট গার্ড। ওই শরণার্থীদের বেশিরভাগই ছিলেন সিরিয়া ও আফগানিস্তানের মানুষ।- বিবিসি
Advertisement