লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।মিলিশিয়া বাহিনীর এক মুখপাত্র জানান, আল-মায়া উপকূলীয় অঞ্চলে হেলিকপ্টারটিকে গুলি করে বিধ্বস্ত করা হয়েছে। দেশটির প্রতিদ্বন্দ্বী মিলিশিয়ারা অভ্যন্তরীন বিরোধের জেরে গুলি করে হেলিকপ্টার বিধ্বস্ত করেছে। স্থানীয় একটি ব্যাংকের অর্থ পৌঁছে দিয়ে বিমানটি আরোহী নিয়ে ত্রিপোলির দিকে যাচ্ছিলো।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে উচ্চপদস্থ মিলিশিয়া সদস্যরাও রয়েছে। এছাড়া ওই হেলিকপ্টারটিতে ব্যাংককর্মীরাও ছিলেন। বেসামরিক ব্যাংককর্মীরা সুরমান শহর থেকে আসছিলেন।২০১১ সালে লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার আল গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। বিভিন্ন সশস্ত্র মিলিশিয়া গ্রুপের সদস্যরা নিজ নিজ অঞ্চলের শাসনকাজ চালাচ্ছেন।এসআইএস/এমএস
Advertisement