আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ জাম্বিয়ার অন্তত ১৫ সংসদ সদস্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটির সংসদের আরও ১১ কর্মীও করোনা সংক্রমিত হয়েছেন। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী চিতালু চিলুফিয়া এ তথ্য জানিয়েছেন।
Advertisement
কয়েকদিন আগে দেশটির একজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই সংসদ সদস্য করোনায় মারা যাওয়ার পর দেশটির সংসদের অধিবেশন স্থগিত করা হয়।
চলতি মাসের শুরুর দিকে আফ্রিকার এই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৬৩২ জনে থাকলেও বর্তমানে তা বেড়ে ৩ হাজার ৮৫৬ জনে পৌঁছেছে। একই সময়ে মৃত্যু মাত্র ৩০ জনে থাকলেও শুক্রবার পর্যন্ত সেই সংখ্যা ১৩৬ জনে দাঁড়িয়েছে।
ঋণে জর্জরিত দক্ষিণ আফ্রিকার এই দেশ ওই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী। করোনাভাইরাস মহামারির কারণে দেশটির অর্থনীতি ব্যাপক সঙ্কটের মুখে পড়েছে। মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটির অর্থনীতি অন্তত চার শতাংশ সঙ্কুচিত হয়েছে।
Advertisement
সূত্র: রয়টার্স।
এসআইএস/জেআইএম