তথ্যপ্রযুক্তি

মার্কিন সিনেটে সাইবার নিরাপত্তা বিল পাস

কম্পিউটার হ্যাক ঠেকাতে মার্কিন সিনেটে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিল পাস হয়েছে।  মঙ্গলবার সিনেটে এই বিলের পক্ষে ৭৪ ভোট পড়ে। বিপক্ষে পড়েছে মাত্র ২১ভোট। তবে সমালোচকরা বলছেন, এ বিল পাসের মাধ্যমে সরকার মানুষের ওপর নজরদারি বাড়ানোর সুযোগ পাবে।মার্কিন প্রশাসনের সমর্থনে পাশ হওয়ার বিলটি নিয়ে তাদের মন্তব্য, সাইবার সিকিউরিটি ইনফরমেশন শেয়ারিং অ্যাক্ট সাইবার হুমকি বিষয়ে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে তথ্যের আদান প্রদানের সুযোগ উন্মুক্ত করবে। সিনেটর রিচার্ড বার বলেন, যুগান্তকারী বিলটি বিদেশি হ্যাকারদের দৌরাত্ম থেকে মার্কিন তথ্যকে রক্ষা করবে। তিনি বলেন, মার্কিন ব্যবসায়ী ও সরকারি সংস্থাগুলো নিত্যদিনই সাইবার হামলার শিকার হচ্ছে। এ অবস্থায় আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। কিন্তু মাইক্রোসফট, টুইটারের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো বিলটির বিরোধিতা করছে।এসআইএস/এমএস

Advertisement