জাতীয়

ফোনকল এক কোটি ৭৩ লাখ, করোনা বিষয়ে সোয়া লাখ

করোনার তথ্য পেতে ও করোনাকালে জনগণকে স্বাস্থ্যসেবা দিতে স্বাস্থ্য অধিদতফর থেকে চালু করা হটলাইন নম্বরগুলোতে গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজার ১০৩টি ফোনকল এসেছে। এর মধ্যে করোনা বিষয়ক স্বাস্থ্যসেবা পেতে ফোনকল এসেছে মাত্র ৪ হাজার ৬০০টি।

Advertisement

এদিকে, হটলাইনগুলো চালুর পর এ পর্যন্ত মোট ফোনকল গ্রহণ করা হয়েছে এক কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৫৫৩টি। এর মধ্যে করোনা বিষয়ক স্বাস্থ্যসেবা গ্রহণে ফোন এসেছে মাত্র লাখ ২০ হাজার ৫৭৫টি।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩) গত ২৪ ঘণ্টায় ফোন এসেছে ১৩ হাজার ৯১৮টি এবং এখানে এ পর্যন্ত ফোন এসেছে ৭৪ লাখ ১৫ হাজার ৩২২টি। জাতীয় কল সেন্টার (৩৩৩) হটলাইন নম্বরে ২৪ ঘণ্টায় ফোনকল গ্রহণ করা হয়েছে ৬৮ হাজার ২৫৭টি এবং এ পর্যন্ত ৯৬ লাখ ৭৪ হাজার ৬১৬টি। আইইডিসিআরের (১০৬৫৫) দুটো হটলাইন নম্বরে ২৪ ঘণ্টায় ফোন এসেছে ৯২৮টি এবং এ পর্যন্ত ৩ লাখ ৩ হাজার ৬১৫টি।

Advertisement

স্বাস্থ্য বাতায়নের যে ফোন নম্বর, সেটিতে করোনা ছাড়াও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সকল সেবা প্রদান করা হয়। টেলিমেডিসিন সেবায় করোনার জন্য প্রতিদিন ৩৫ জন চিকিৎসক, ১০ জন স্বাস্থ্য কর্মকর্তাসহ দুই শিফটে ৯০ জন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন বলেও জানান নাসিমা সুলতানা।

পিডি/এফআর/পিআর