অর্থনীতি

শেয়ারবাজারে দরপতনে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার উভয় শেয়ারবাজারে সূচকের ব্যাপক দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় বেলা ১২টায় দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ২৯ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে ৪৩ পয়েন্ট। কমেছে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরও। লেনদেনেও ধীরগতি লক্ষ্যকরা যাচ্ছে। এর আগে টানা তিন কার্যদিবস দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে বেলা ১২টায় প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে চার হাজার ৫৬১ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ১ হাজার ৭২৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৩ পয়েন্টে অবস্থান করছে।টাকায় লেনদেন হয়েছে ৮৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৩ পয়েন্ট কমে ৮ হাজার ৪৭৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড’র দর আগের দিনের তুলনায় বেড়েছে। দর কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত আছে ২৫টি। সিএসইতে দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৮ কোটি ৬৩ লাখ টাকার।এসআই/এসএইচএস/এমএস

Advertisement