খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সরকারের টার্গেট ছিল ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। কিন্তু সে টার্গেট ২০১৮ সালের মধ্যেই পূরণ হবে। তাই সরকার এখন ২০৪১ সালের মধ্যেই উন্নত দেশের স্বপ্ন দেখছে।বুধবার বেলা ১১ টায় সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ‘দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তহীনতা নিরুপনের পদ্ধতি’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইতিমধ্যেই নিম্ন মধ্যবিত্তদের দেশে পরিণত হয়েছে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তাই সরকার এখন ২০৪১ সালের মধ্যেই উন্নত দেশের স্বপ্ন দেখছে। তিনি বলেন, দেশের জনসংখ্যা যখন ৭ কোটি ছিল তখন আমরা খাদ্য আমদানি করেছি কিন্তু বর্তমানে জনসংখ্যা যখন ১৬ কোটিতে তখন আমরা বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য রফতানি করছি। বিভিন্ন দেশকে খাদ্য দিয়ে সহায়তা করছি। বর্তমানে ১৬ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, টার্গেটের চেয়ে এখনো ৩ লাখ মেট্রিক টন খাদ্য গুদামে অতিরিক্ত মজুদ রয়েছে। উন্নত দেশ গড়তে হলে খাদ্য নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সেক্টারেও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে দাবি করে মন্ত্রী বলেন, হতদরিদ্র্য মানুষের সংখ্যা বর্তমানে একেবারেই কমে গেছে। সবাই খেয়ে পরে বেঁচে থাকতে পারছে। দেশের অর্থনীতি মজবুত অবস্থায় রয়েছে এজন্য অর্থনীতিতে নোবেল বিজয়ী অর্মত্য সেনের প্রসংশা করেছেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য প্রতিমন্তী নুরুজ্জামান, ভূমি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব কানিজ ফাতেমা এনডিসি প্রমুখ। দিনব্যাপি আয়োজিত এই সেমিনারটি ইউরোপীয় ইউনিয়ন, এফএও, এইউসএআইডি, ফানটা, এফএইচআই যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে। এমএম/জেডএইচ/এমএস
Advertisement