ভূমধ্যসাগরে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা ইস্যুতে তুরস্কের সঙ্গে গ্রিসের উত্তেজনা বেড়েই চলেছে। গ্রিস বলছে, তুরস্ক ভূমধ্যসাগরের পূর্ব অংশে তাদের জলসীমার মধ্যে অনুসন্ধান তৎপরতা চালাচ্ছে। অবিলম্বে এ ধরণের তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে এথেন্স।
Advertisement
তবে তুরস্ক বলছে, নিজস্ব জলসীমার মধ্যে বৈধভাবে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা চালানো হচ্ছে। অন্য কোনো দেশের জলসীমা লঙ্ঘন করা হয়নি।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গ্রিসের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গ্রিস আন্তর্জাতিক আইন বিরোধী কথা বলছে। গ্রিসের দাবির কোনো ভিত্তি নেই।
তুরস্কের পেট্রোলিয়াম কোম্পানি সাগরে হাইড্রোকার্বন অনুসন্ধানের তৎপরতা শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
Advertisement
ভূমধ্যসাগরের হাইড্রোকার্বন সমৃদ্ধ এলাকার মালিকানা নিয়ে অনেক আগে থেকেই এই দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। অবশ্য সাইপ্রাস ইস্যুতে দ্বিপক্ষীয় বিরোধের শেকড় আরও গভীরে।-পার্স ট্যুডে।
টিটিএন/এমকেএইচ