ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন এলাকাসমূহের কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রোধকল্পে দ্বিতীয় ধাপে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ছিল এ কার্যক্রমের শেষ দিন।
Advertisement
সপ্তাহব্যাপী এ কার্যক্রমে ডিএনসিসির অধীন মোট ১৫৮টি হাসপাতালে বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই কার্যক্রমের সমাপ্তি হলো আজ। এডিস মশা থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ডিএনসিসি যথাসময়ে তৃতীয় ধাপে কার্যক্রম শুরু করবে।
কার্যক্রমের শেষ দিনে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা উত্তরের মোট ১৩টি হাসপাতালসহ আগের দিনগুলোতে কার্যক্রম পরিচালনাকৃত অন্যান্য হাসপাতালেও এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
হাসপাতালগুলোর মধ্যে রয়েছে, উত্তরা অঞ্চল-১ এর অধীন আধুনিক হাসপাতাল এবং আহছানিয়া ক্যানসার হাসপাতাল। মিরপুর অঞ্চল-২ এর অধীন আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল।
Advertisement
মহাখালী অঞ্চল-৩ এর অধীন বাড্ডা জেনারেল হাসপাতাল, লায়ন্স চক্ষু হাসপাতাল, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এবং এ এম জেড হাসপাতাল।
মিরপুর অঞ্চল-৪ এর অধীন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, আর এইচ স্টেপ হাসপাতাল।
কারওয়ান বাজার অঞ্চল-৫ এর অধীন আল-রাজী হাসপাতাল ফার্মগেট, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।
অঞ্চল-৬ এর অধীন সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে একযোগে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
Advertisement
অঞ্চল-৮ এর অধীন উত্তরখান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এছাড়া সকল অঞ্চলেই অন্যান্য একাধিক হাসপাতাল যেখানে সংশ্লিষ্টরা প্রয়োজন মনে করেছেন সেসব হাসপাতালেও শেষ দিনে এই কার্যক্রম আবারও পরিচালনা করা হয়েছে।
সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও অ্যাডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হয়েছে।
এএস/এফআর/এমকেএইচ