জাতীয়

২৪ ঘণ্টায় কোন বিভাগে কতজন সুস্থ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২ হাজার ৬ জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা এক লাখ ১৯ হাজার ২০৮ জন। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ১৬ শতাংশ।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ৯৭২ জন, চট্টগ্রামে ৩৯২, রংপুরে ৭৯, খুলনায় ১৬৭, বরিশালে ৮৫, রাজশাহীতে ২৩১, সিলেটে ৫২ এবং ময়মনসিংহ বিভাগে ২৮ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৭৯ হাজার ৭টি।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৮৫৬ জন। ফলে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ১৬ হাজার ১১০ জনে।

Advertisement

এমইউ/এফআর/জেআইএম