জাতীয়

করোনায় কোন বিভাগে কতজনের মৃত্যু

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যু হয়। এরপর ৪ মাসের বেশি সময়ের ব্যবধানে ২৩ জুলাই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮০১ জনে। এদের মধ্যে পুরুষ এক হাজার ২০৯ জন ও নারী ৫৯২ জন। শতাংশের হিসেবে পুরুষ ৭৮ দশমিক ৮৬ শতাংশ এবং নারী ২১ দশমিক ১৪ শতাংশ।

Advertisement

এ পর্যন্ত করোনায় মোট মৃতের- ঢাকা বিভাগে এক হাজার ৩৬১ জন (৪৮ দশমিক ৫৯ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৭০১ জন (২৫ দশমিক ০৩ শতাংশ), রাজশাহী বিভাগে ১৫৮ জন (৫ দশমিক ৬৪ শতাংশ), খুলনা বিভাগে ১৮৮ জন (৬ দশমিক ৭১ শতাংশ), সিলেট বিভাগে ১২৯ জন (৪ দশমিক ৬১ শতাংশ), বরিশাল বিভাগে ১০৬ জন (৩ দশমিক ৭৮ শতাংশ), রংপুর বিভাগে ১০০ জন (৩ দশমিক ৫৭ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৫৮ জন (২ দশমিক ০৭ শতাংশ)।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগের ৮, রাজশাহী বিভাগে ৩, সিলেট বিভাগের ২, রংপুর বিভাগে একজন, খুলনা বিভাগের ৭ এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

এমইউ/এফআর/এমকেএইচ

Advertisement