বিনোদন

প্রকাশ হলো কুমার বিশ্বজিতের সুরে বারী সিদ্দিকীর শেষ গান

প্রখ্যাত বংশীবাদক ও গায়ক বারী সিদ্দিকী না ফেরার দেশে চলে গেছেন ২ বছর ৮ মাস আগে। এখনো মুখে মুখে ঘুরে ফিরে তার গাওয়া অনেক গান। চার বছর আগে সিনেমার জন্য একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। অবশেষে প্রকাশ হলো ‘একদিন আমারও ছিলো ঘর’ শিরোনামের গানটি।

Advertisement

এই গানটি রেকোর্ডিংয়ের মধ্য দিয়ে ২০১৬ সালে ‘ঢাকা ড্রিম’ সিনেমার কাজ শুরু করেছিলেন নির্মাতা প্রসূন রহমান। ‘একদিন আমারও ছিলো রে ঘর, আমার ছিলো ঘর, নদীর স্রোতে ভাইঙা নিলো ভাঙিলো অন্তর’- এমনই কথার গানটি লিখেছিলেন নির্মাতা নিজেই আর সুর ও সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ।

বুধবার সিনেমাটির কনটেন্ট পার্টনার বাংলাঢোলের ইউটিউব চ্যানেলসহ ৫টি অ্যাপে প্রকাশ করা হয়েছে গানটি। ইউটিউবের পাশাপাশি গানটি পাওয়া যাচ্ছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন, টেলিফ্লিক্স ও বিডিফ্লিক্স লাইভে। গানগুলোর অডিও শোনা যাবে ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে।

বারী সিদ্দিকীর গাওয়া গানটি নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমার অনেক গান বাঁশি বাজিয়েছেন বারী সিদ্দিকী। তার সুরেও গান গেয়েছি। আমার ভীষণ ইচ্ছে ছিলো আমার সুরে একটি গান হলেও তাকে দিয়ে গাওয়াবো। এটি সেই গান। আরও একটি গান গাওয়ার কথা ছিলো আমার সুরে। তার আগেই আমাদের ছেড়ে চলে গেছেন তিনি। অবশেষে সেই গানটি গেয়েছে তার মেয়ে এলমা।’

Advertisement

প্রসূণ রহমান জানান, বারী সিদ্দিকীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ছবিটি তার নামে উৎসর্গ করা হয়েছে। সামনে ছবির অন্যগানগুলোও প্রকাশ করা হবে। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মুনীরা মিঠু, জয়িতা মহালনবীশ, শাহাদাৎ হোসেন, শাহরিয়ার ফেরদৌস সজীব, সুজাত শিমুল প্রমুখ।

এমএবি/এলএ/পিআর