রাজনীতি

করোনার ভুয়া সনদে বাংলাদেশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত : ফখরুল

করোনার ভুয়া সনদে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিএনপির করোনা সেল আয়োজিত ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

Advertisement

ফখরুল বলেন, ‘করোনা মহামারির এই চরম মানবিক বিপর্যয়ের সময়ও দেশব্যাপী স্বাস্থ্য খাতের দুর্নীতি আরও চরম আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট সবাই যখন করোনা টেস্টের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে সরকারের আশীর্বাদপুষ্ট প্রতারক মহল কর্তৃক ভুয়া নেগেটিভ সার্টিফিকেট প্রদানের লোমহর্ষক কাহিনী উন্মোচিত হলো।’ তিনি বলেন, ‘সাহেদের রিজেন্ট হাসপাতাল এবং আরিফ-সাবরিনার জেকেজি হাসপাতাল পরীক্ষা না করেই মানুষকে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের যে হাজার হাজার করোনা নেগেটিভ সার্টিফিকেট ইস্যু করেছে, তাতে করে এক দিকে যেমন সংক্রমণের ঊচ্চ ঝুঁকিতে পড়েছে গোটা জাতি, অন্যদিকে বিশ্ব দরবারে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এবং জাতি হিসেবে বাংলাদেশিদের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হয়েছে।’

করোনার ভুয়া নেগেটিভ সনদের কারণে কয়েকটি দেশে বাংলাদেশি যাত্রীরা সংকটে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের বিমানবন্দর পার হয়ে যাওয়া কিছু যাত্রীর মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ায় কয়েকটি দেশ বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা নিষিদ্ধ করেছে। এ পর্যন্ত সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর মধ্যে আছে ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকা থেকে বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ ঘোষণাটি কেবল প্রবাসী বাংলাদেশীদের সমস্যাই নয়, এর সঙ্গে বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। এই বিষয়টিতেও দারুণভাবে নেতিবাচক প্রভাব পড়বে।’

Advertisement

তিনি বলেন, তাছাড়া করোনার আগে উড়োজাহাজ ভর্তি করে যারা বাংলাদেশ ছেড়ে গেছেন, তাদের অনেকেরই ফিরে আসার ব্যাপারটি বাংলাদেশের করোনা ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল। পর্যটন খাত পুনরুজ্জীবিত করা, বিকাশ কিংবা বিদেশে শ্রমবাজার আরও সম্প্রসারণের সঙ্গেও এ বিষয়ের একটি যোগসূত্র রয়েছে’।

ফখরুল বলেন, ‘করোনা সংক্রমণের ভয়ে সব দেশই কঠোর সতর্কতা অবলম্বন করছে। বিশ্বের বহু দেশ নেতৃত্ব ও সুব্যবস্থাপনার মাধ্যমে করোনা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে বেশ সাফল্যের পরিচয় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো বাংলাদেশ সেটা পারেনি।’

কেএইচ/এনএফ/পিআর

Advertisement