দেশজুড়ে

কাথুলি ইউপি উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

মেহেরপুরে গাংনী উপজেলার ১নং কাথুলি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যান পদে বড় দুটি দলের আ. লীগ ৪জন এবং বিএনপি এককভাবে মোট ৫জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৬ হাজার ৮৯৭ জন ভোটর তাদের ভোটধিকার প্রয়োগ করে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করবেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মেহেরপুর গাংনী উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন জাগো নিউজকে জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতি বিশেষভাবে নজর দেয়া হয়েছে।উল্লেখ্য, কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাবুল হোসেন এ বছর আগষ্ঠ মাসে মৃত্যুবরণ করেন। ফলে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় এ পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।আতিকুর রহমান টিটু/এসএস/এমএস

Advertisement