আহা, আমাদের যদি এমন ম্যাচ উইনিং অলরাউন্ডার থাকতো! বেন স্টোকসকে দেখে কোন দলেরই বা ঈর্ষা না হবে? ইংলিশ এই অলরাউন্ডার একাই ম্যাচের পর ম্যাচ জিতিয়ে দিচ্ছেন। সর্বশেষ ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখালেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে।
Advertisement
ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত টেস্টটি ড্র করার ভালো সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু বেন স্টোকস ব্যাটে-বলে যা দেখালেন, এরপর আর জয়ের কথা ভাবতে পারেনি সফরকারিরা।
ইতিমধ্যেই 'মিস্টার ইনক্রেডিবল' খেতাব পেয়ে গেছেন বেন স্টোকস। ইংলিশ এই অলরাউন্ডার গত বছর ওয়ানডে বিশ্বকাপ জেতার পর থেকেই যেন দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছেন।
ওল্ড ট্রাফোর্ডে ১১৩ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। যে টেস্টে প্রথম ইনিংসে বিপদের মুখে ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বল হাতে ১ উইকেট আর দ্বিতীয় ইনিংসে মারকুটে ব্যাটিংয়ে ৫৭ বলে ৭৮ রানের হার না মানা ইনিংসের পর দলের জয়ের পথে বোলিংয়েও ২ উইকেট নেন স্টোকস।
Advertisement
ইংলিশ অলরাউন্ডারকে দেখে আক্ষেপ করেই টুইটারে ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান লিখেন, ‘ভারতীয় ক্রিকেট দল বিশ্বের যে কোনো জায়গাতেই অজেয় হতো, যদি তাদের বেন স্টোকসের মতো একজন ম্যাচ উইনিং অলরাউন্ডার থাকতো।’
পাঠানের টুইটের জবাবে ভারতের আরেক সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং লিখেন, ‘তুমি কি বলতে চাচ্ছো, আমাদের এমন একজন অলরাউন্ডার নেই যে কি না ম্যাচ উইনার?’
এরপরই দুজনের মধ্যে শুরু হয়ে যায় টুইটারের লড়াই। যদিও সেটা ঝগড়া নয়, ছিল মধুর কথোপকথন। যুবরাজের ওমন কথার জবাবে ইরফান লিখেন, ‘ভাই, যুবরাজ সিং আনুষ্ঠানিকভাবে অবসরে গেছে।’
যুবরাজ তাতে উত্তর দেন, ‘আমি জানতাম এমন উত্তরই আসবে। তুমিও কম ছিলে না।’ ইরফান শেষ করেন এভাবে, ‘আমাকে তুমি ভালো করেই চেনো ভাই।’
Advertisement
২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ইরফান পাঠান জাতীয় দলের হয়ে ২৯ টেস্ট, ১২০ ওয়ানডে আর ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরমেটে তার ৩০১টি উইকেটের সঙ্গে ২৫০০ রানও আছে।
অপরদিকে, ভারতকে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতানোর নায়ক ছিলেন যুবরাজ। দেশের হয়ে ৪০ টেস্ট, ৩০৪ ওয়ানডে আর ৫৮টি টি-টোয়েন্টি খেলে ১১,৭৭৮ রান আর ১৫৯ উইকেট নিয়েছেন সাবেক এই অলরাউন্ডার।
এমএমআর/এমএস