জাতীয়

পে-স্কেলের নথি ফেরত চাইলেন অর্থমন্ত্রী

অষ্টম বেতন কাঠামো নিয়ে এবার ক্ষুব্ধ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নিজেই। তাই তাকে না জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো বেতন কাঠামো সংক্রান্ত নথি ফেরত চেয়েছেন তিনি। মঙ্গলবার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব সহিদুল হককে নিজ দফতরে ডেকে এ আদেশ দেন অর্থমন্ত্রী। একইসঙ্গে অর্থসচিব মাহবুব আহমেদকে বেতন কাঠামো সম্পর্কে তার সুপারিশ বিষয়ে লেখা নথি তার (অর্থমন্ত্রী) কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন। তিনি নিজেই পুরো বেতনক্রম পর্যালোচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অষ্টম বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদনের পর নিয়ম অনুযায়ী তা গেজেট আকারে প্রকাশ করে কার্যকর করার কথা। এর আগে আইনি মতামতের জন্য মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পাঠাতে হয়। মন্ত্রিসভার ওই বৈঠকে ঠিক হয়েছিল বেতন কাঠামো নিয়ে সংক্ষুব্ধ গোষ্ঠীর বিষয়গুলো পর্যালোচনা করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন হবে। সে কমিটি গঠনও হয়েছে। এরই ফাঁকে অর্থমন্ত্রীকে না জানিয়ে বেতন কাঠামো সংক্রান্ত নথি মতামতের জন্য লেজিসলেটিভ বিভাগে পাঠানো হয়। আর এ কাজটি করেছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী। গত সোমবার বেশকিছু কর্মকর্তা তার কক্ষে হাজির হয়ে এর প্রতিবাদ করেন। এ সময় অতিরিক্ত সচিবের সঙ্গে সংক্ষুব্ধ কর্মকর্তাদের উত্তপ্ত বাকবিতণ্ডাও হয়। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়। কথা ছিল মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ১৬ অক্টোবর দেশে ফিরলে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। কিন্তু তার আগেই প্রস্তাবটি গেজেট করার জন্য লেজিসলেটিভ ও সংসদ বিভাগে পাঠানোয় ক্ষোভ নিরসন তো দূরের কথা বরং একে আরো উস্কে দেয়া হলো।জেডএইচ/এআরএস/এমএস

Advertisement