করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। পুরো পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে এই সময়টা কাটাচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রতিনিয়তই নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করে চলছেন। এরই মধ্যে হঠাৎ দুর্ঘটনার শিকার হন নায়িকা।
Advertisement
না, কোনো শুটিংয়ে নয়, নিজে নিজে সাইকেল চালাতে গিয়ে আহত হন তিনি। লকডাউনে নিজেকে ফিট রাখতেই নিয়মিত সাইকেল চালান ঋতু। নিজেকে ফিট রাখতে গিয়ে এবার অঘটনের শিকার হয়েছেন।
ঋতুপর্ণা জানান, চলন্ত সাইকেল নিয়ে ডান দিকে ইউটার্ন নিতে গিয়ে সামলাতে না পেরে বেকায়দায় পড়ে যান তিনি। এই সময় ডান হাতের কবজিতে ভীষণ আঘাত পান। অবশ হয়ে যায় হাত ও আঙুল।
এরই মধ্যে চিকিৎসকের কাছেও গেছেন ঋতুপর্ণা। চিকিৎসক জানিয়েছেন, আঘাতটা একটু বেশিই লেগেছে; তবে হাড় ফেটে যায়নি কিংবা ভাঙেনি।
Advertisement
এখন দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য হাতে আকুপাংচার করাচ্ছেন ঋতুপর্ণা। লকডাউনে কলকাতায় আপাতত কাজ না থাকলেও সিঙ্গাপুরে বসেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। ইউটিউব ও পরিবার নিয়ে ভালো সময় কাটছে তার।
এমএবি/এলএ/জেআইএম