করোনাভাইরাস মহামারির বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ ১২৬টি দেশের জাপান প্রবেশের ওপর দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির সরকার মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছে বলে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।
Advertisement
এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম মঙ্গলবার এক ফেসবুক পোস্টেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ওই পোস্টে লিখেছেন, ‘জাপান তাদের দেশে ভ্রমণে কড়াকড়ি ৩১ শে আগস্ট পর্যন্ত বর্ধিত করেছে। এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ১২৬ টি দেশের জন্য প্রযোজ্য।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম আরও লিখেছেন, ‘আন্তর্জাতিক যাতায়াতের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা দেশগুলোর আস্থা ফিরিয়ে আনার অন্যতম পদক্ষেপ হিসেবে আমরা বহির্গমণ ইচ্ছুক যাত্রীদের জন্য কোভিড পরিক্ষা বাধ্যতামূলক করেছি।’
করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও ভুয়া করোনা নেগেটিভ সনদপত্র নিয়ে অনেক বাংলাদেশি জাপান প্রবেশ করেছেন এমন প্রমাণ পাওয়ার পর এর আগে দেশটির সরকার বাংলাদেশ থেকে যাওয়া ফ্লাইটগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নিষেধাজ্ঞার মেয়াদ এবার আরও বাড়ানো হলো।
Advertisement
সরকার অনুমোদিত কিছু হাসপাতাল থেকে করোনা পরীক্ষার যথার্থতা না থাকা এবয় ভুয়া সনদপত্র দেওয়ার ব্যাপারটি আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে। আন্তর্জাতিক অনেকগুলো গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে ইতালি থেকে ১৫৩ জন বাংলাদেশি যাত্রীবাহী একটি বিমান ফেরত পাঠানো হয়।
এসএ