আইন-আদালত

করোনার ভুয়া রিপোর্ট: সাহেদের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর

মেট্রোরেল প্রকল্পের ৭৬ জন কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট দিয়ে এ ভাইরাসের সংক্রমণ বাড়ানোর অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। সোমবার (২০ জুলাই) মেট্রোরেলের সাব-কন্ট্রাক্টরের রেজাউল করীম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, মেট্রোরেলে কর্মরত ৭৬ কর্মীর করোনার পরীক্ষা করা হয় রিজেন্ট হাসপাতালে। এজন্য পরীক্ষাপ্রতি সাড়ে তিন হাজার করে টাকা নেয়া হয়। কিন্তু নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ায় কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ বেড়েছে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়। পরদিন উত্তরা পশ্চিম থানার প্রতারণার মামলায় তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে বিচারক দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়।

জেএ/এমএসএইচ/জেআইএম