আইপিএল আয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সামনে সবচেয়ে বড় বাধা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোমবার সেই পথের কাটাও সরে গেলো আইসিসির এক ঘোষণায়। করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে দেয়া হয়েছে বিশ্বকাপের সূচি। ফলে সেপ্টেম্বর-অক্টোবরে এবং নভেম্বরে আইপিএল আয়োজন করার জন্য সৌরভ গাঙ্গুলিদের যে পরিকল্পনা, সেটা বাস্তবায়নে আপাতত আর কোনো বাধা থাকলো না।
Advertisement
তবে, ভারতের মাটিতে আইপিএল আয়োজন করা এই মুহূর্তে একেবারেই অসম্ভব। কারণ, করোনা সংক্রমণের হার হু হু করে বেড়ে যাওয়া। এরই মধ্যে ১০ লাখের বেশি আক্রান্ত হয়েছে ভারতে। সংখ্যাটা কেবল বাড়ছেই।
এমন পরিস্থিতিতে দেশের বাইরে তথা আরব আমিরাতের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাব্য একটা পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিষয়টা নিয়ে একটা নীতিগত সিদ্ধান্তেও চলে এসেছে তারা। সে লক্ষ্যেই বলা যায়, দেশের বাইরে আইপিএলকে নিয়ে যেতে ভারতীয় সরকারের অনুমতি চাইতে যাচ্ছে বিসিসিআই।
ভারতের প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, আইপিএল গভর্নিং কাউন্সিল আগামী এক সপ্তাহ কিংবা ১০ দিনের মধ্যেই পরবর্তী অ্যাকশনের ব্যাপারে সরকারের দায়িত্বশীলদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে।
Advertisement
আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট সঞ্জীব প্যাটেল ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, ‘আইপিএল গভর্নিং কাউন্সিল আগামী এক সপ্তাহ থেকে ১০দিনের মধ্যে বৈঠকে বসতে যাচ্ছে। যেখানে আমরা সূচিসহ সবকিছু নির্ধারণ করবো। একই সঙ্গে সরকারের অনুমতিও চাইবো আমরা। কারণ, আমাদের পরিকল্পনা ৬০টি ম্যাচের পুরো আইপিএল আয়োজন করার এবং খুব সম্ভবত সেটা আরব আমিরাতের মাটিতে।’
বর্তমান পরিস্থিতিতে এই টুর্নামেন্ট আয়োজন কতটা কঠিন ব্যাপার? জানতে চাইলে প্যাটেল বলেন, ‘বিষয়টা তো শুধু অপারেশনাল। এখানে (ভারতে) আয়োজন করি কিংবা বাইরে (বিদেশের মাটিতে)। কাজতো একই। সুতারং, কোনো সমস্যা নেই (যেহেতু দর্শক থাকছে না মাঠে)।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির ঘোষণা আসার আগে থেকেই আইপিএল নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিরা। তবে, যেহেতু করোনার কারণে অধিকাংশ ভারতীয় ক্রিকেটার মাঠের বাইরে, সে কারণে টুর্নামেন্ট শুরুর আগে অন্তত তিন থেকে চার সপ্তাহের প্রস্তুতি প্রয়োজন তাদের। বিদেশি ক্রিকেটাররা তাদের নিজ নিজ দেশ থেকে সরাসরি আরব আমিরাতেই উড়ে আসবে, ভারতে আসতে হবে না।
আইএইচএস/
Advertisement