জাতীয়

শাজাহানপুরে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর শাজাহানপুরে একটি বাসা থেকে সেলিনা আক্তার (৩২) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালের দিকে শাজাহানপুর কলোনীর বি/১৬/এ নম্বর বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

শাজাহানপুর থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. শাহীন আলম জানান, সকালে খবর পেয়ে চারতলার বাসার নিচতলার একটি রুম থেকে সেলিনার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। গৃহকর্তা এ এম সালাউদ্দিনের বাসায় এক বছর ধরে কাজ করতেন সেলিনা এবং ওই বাসাতেই থাকতেন।

তিনি আরও জানান, ‘রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সেলিনা। সকাল হলে তিনি না উঠায় বাসার লোকজনের সন্দেহ হয়। পরে তার রুমে গিয়ে তাকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান। পরে বাসার লোকজন পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সেলিনা বগুড়া জেলার সাগরকান্দি উপজেলার আবুল খায়েরের মেয়ে। বেশ কয়েক বছর আগেই ডিভোর্স হয়েছিল তার।

Advertisement

জেডএ/এমএস