করোনাভাইরাসের সংক্রমন বেড়েই চলেছে। এবার এই সময়ের নানা কুসংস্কার ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য কাহিনী চিত্র ‘শঙ্কিত সময়’। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্যটির চিত্রগ্রহণ শেষ হয়েছে। শ্যামল শিশিরের রচনায় এটি পরিচালনা করেছেন আলক হাসান।
Advertisement
শঙ্কিত সময় স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্রে অভিনয় করেছেন তানহা তাসনিয়া, এসএম জনি, এসএই ফারুক, নাজনীন হীরা, বাঁধন প্রমুখ।
চিত্রনাট্যকার শ্যামল শিশির জানান, ‘মূলত কুসংস্কার ও বাস্তবতার অন্তর্গত চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই কাহিনীচিত্রে, যা দর্শককে মহামারী নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দেবে।’
অন্যদিকে চিত্রনায়িকা তানহা তাসনিয়া বলেন , ‘শঙ্কিত সময় করোনা ভাইরাস রিলেটেড। ফ্যামিলি ড্রামা ও রোমান্টিক ঘরানার গল্পের উপর কাহিনীচিত্রটি নির্মিত হয়েছে। দারুণ একটি গল্প, আশাকরি কাজটি সবারই ভালো লাগবে।’
Advertisement
কাহিনীচিত্রটি প্রযোজনা করেছেন জাহিদ হাসান অভি। তিনি জানান ঈদের আগেই শঙ্কিত সময় অনলাইন প্লাটফর্মে দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এমএবি/এলএ/পিআর