এক বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে ১৩ বছর আগে পাকিস্তানের শহিদ আফ্রিদির গড়া রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। গত শনিবার ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে তিনটি চার ও ১১টি ছক্কায় ৬১ বলে ১১৯ রান করেন ডি ভিলিয়ার্স।ফলে এক বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড দখলে নিয়ে নেন তিনি। চলতি বছর এখন পর্যন্ত ৫৮টি ছক্কা হাকিয়েছেন ডি ভিলিয়ার্স। এতোদিন এই রেকর্ডের মালিক ছিলেন আফ্রিদি। ২০০২ সালে পুরো বছরে ৪৮টি ছক্কা হাকিয়েছিলেন আফ্রিদি।এক বছরে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ২০১১ সালে ৪২টি ছক্কা হাকিয়েছিলেন তিনি। আর এই তালিকায় চতুর্থস্থানে রয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার। ১৯৯৮ সালে ৪০টি ছক্কা হাকাঁন ক্রিকেটের অনন্য সব রেকর্ডের মালিক টেন্ডুলকার।এক বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানো শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :খেলোয়াড় ম্যাচ ছক্কা সালএবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ২০ ৫৮ ২০১৫শহিদ আফ্রিদি (পাকিস্তান) ৩৭ ৪৮ ২০০২শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) ২৩ ৪২ ২০১১শচীন টেন্ডুলকার (ভারত) ৩৪ ৪০ ১৯৯৮শহিদ আফ্রিদি (পাকিস্তান) ২৫ ৩৭ ২০০৫বিএ
Advertisement