তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রেড এলার্ট ঘোষণা ছিল কয়েকটি দেশের রাজনীতির অংশ। তিনি দু’জন বিদেশি নাগরিক হত্যার ঘটনার পর রেড এলার্ট ঘোষণাকারী দেশগুলোর সমালোচনা করে বলেন, এ বছরের শুরুতে যখন দেশে পেট্রলবোমা হামলা চালানো হচ্ছিলো, তখন তারা এ কাজ করেনি।মঙ্গলবার রাজধানীতে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত ‘শিশু সংক্রান্ত সংবাদের নীতি’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, এডিটর্স কাউন্সিলের চেয়ারম্যান গোলাম সারওয়ার, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম, টাইমস ম্যাগাজিনের সম্পাদক ফরিদ হোসেন এবং এমআরডিআই প্রতিনিধি হাবিবুর রহমান মুকুর আলোচনায় অংশ নেন।দু’জন বিদেশি হত্যাকাণ্ডের উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কয়েকটি দেশ এ ঘটনার পর রেড এলার্ট জারি করেছিল। তিনি বলেন, এগুলো ছিল বিচ্ছিন্ন ঘটনা, এসব ঘটনার পর তারা কেন রেড এলার্ট জারি করেছিল? তিনি বলেন, গণমাধ্যম যেভাবে এসব খবর ছেপেছিল, তা পক্ষপাতদুষ্ট ছিল। এটি ন্যায়সঙ্গত নয়।তিনি গণমাধ্যমকে স্মরণ করিয়ে দেন যে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য কোনো রেড এলার্ট জারি করা হয় নাই, সেখানে কেবল নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু কয়েকটি গণমাধ্যম বলেছে যে, রেড এলার্ট জারি করা হয়েছে।তিনি সকলকে স্মরণ করিয়ে দেন যে, গণতন্ত্রের ভিত্তি হচ্ছে জবাবদিহিতা এবং সংবাদপত্র তার বাইরে নয়। সমাজের বৃহত্তর কল্যাণের জন্য সকল স্বাধীনতা আইনের দ্বারা সীমিত। জাতি ও সমাজ ধ্বংস করে কেউ তার অধিকারের চর্চা করতে পারে না।জাতীয় সম্প্রচার নীতিমালার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে অনেক হৈ চৈ শুনেছি। জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণীত হয়েছে। এ বিষয়ে শিগগিরই একটি আইন পাশ করা হবে।তথ্যমন্ত্রী এ সময় নারী ও শিশুদের সংবাদ সম্পর্কে সংবেদনশীল হওয়ার আহ্বান জানান।বিএ
Advertisement