সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ বাড়ছেই। প্রতিদিনই হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও প্রায় ৫৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
Advertisement
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৭৫০। অপরদিকে, একদিনেই মারা গেছে ৩৭২ জন। ওই পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৩০ হাজার। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৪০ হাজার ৯শ জন।
এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনা তাণ্ডব চালাচ্ছে।
তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় সেখানেই আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি।
Advertisement
এদিকে, ওয়ার্ল্ডমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৬১ হাজার ৫৮০। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৪৩ হাজার ৮৩৫ জন।
ওই পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৮ লাখ ৫০ হাজার ২২৪ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৯ লাখ ৬৭ হাজার ৫২১। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৬ হাজার ৬১৬ জন।
টিটিএন/পিআর
Advertisement