দেশজুড়ে

শিক্ষার্থীদের দিয়ে চলছে বিল্ডিং নির্মাণের কাজ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ দড়ি বাহেরচর দারুচ্ছুন্নাত শিশু সদন খানকায় কোমল মতি ৪০ জন শিক্ষার্থী দিয়ে বাড়ি নির্মাণের জন্য মাথায় করে ইট পরিবহনের কাজ করালেন প্রতিষ্ঠানের প্রধান হাফেজ সোহরাব। ২০১২ সালে গড়ে উঠে দারুচ্ছুন্নাত খানকায় বর্তমানে ৪০ জন শিক্ষার্থী রয়েছে। এদের জন্য শিক্ষক রয়েছে মাত্র দুই জন। এখানে পড়াশোনার পরিবর্তে শিক্ষার্থীদের দিয়ে চলছে কাঠ চেরাই করা, ইট পরিবহন, মাটি টানাসহ ঝুঁকিপূর্ণ দিন মজুরের বিভিন্ন ধরনের কাজ। এলাকাবাসী সূত্রে জানাগেছে, সদ্য রেজিস্ট্রেশন প্রাপ্ত ২০১৪ সালে যার নং- ৫৯৫ দক্ষিণ দড়ি বাহেরচর শিশু সদন ও খানকায় দুজন শিক্ষক কাগজ কলমে দেখা গেলেও উপস্থিতি দেখা যায় একজনের। ইউনিয়নের সাধারণ পরিবারে জন্মগ্রহণ করা অভাব অনটনের মধ্যে দিয়ে চলে যাদের সংসার এসব পরিবারের কোমল মতি শিশুদের এখানে সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য ভর্তি করা হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে হাফেজ সোহরাব প্রতিষ্ঠানের পাশে ক্রয়কৃত জমিতে নিজের বসত বাড়িতে বিল্ডিং নির্মাণের জন্য উপকরণ সামগ্রী পরিবহনের কাছে ব্যবহার করছেন শিশুদের।এ ঘটনায় একদিকে যেমন সরকারের শিশুশ্রম আইন লঙ্ঘন অন্যদিকে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। এ ধরণের কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত শাস্তি দাবি করেন স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, আমরা দিন মজুর এক কথায় বলা যেতে পারে নুন আনতে পানতা ফুরায় এরপরেও তাদের সন্তান কাজে না দিয়ে আদর্শবান হিসেবে গড়ে তুলতে শিশু সদন খানকায় ভর্তি করেন। কিন্তু সেখানে লেখাপড়ার যে চিত্র দেখছেন এতে শঙ্কিত অভিভাবকগণ। এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান হাফেজ সোহরাবের সঙ্গে দেখা করলে তিনি সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।এমএএস/এমএস

Advertisement