জাতীয়

করোনার কাছে শেষ পর্যন্ত হেরে গেলেন নাঈম আরা হোসেন

করোনাভাইরাস আক্রান্ত হয়ে সাবেক প্রধান তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Advertisement

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধ্যাপক গোলাম রহমান নিজেই তার স্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ মে প্রথমে নাইম আরা হোসেনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরে পরিবারের অন্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক রহমানসহ আরও চারজনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত সবার শারীরিক অবস্থা ভালো হলেও নাইম আরা হোসেনের অবস্থা ভালো ছিল না। তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হলে সাধারণ ওয়ার্ডে নেয়া হয়। দেয়া হয় প্লাজমা থেরাপি।

এরপর ফের অবস্থা খারাপ হলে ১২ জুন আবারও আইসিইউতে নেয়া হয়। অবশেষে আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisement

এমইউ/এসএইচএস/এমকেএইচ