জাতীয়

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চান সন্ত্রাসী মোহন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারের হত্যার অন্যতম নায়ক কর্নেল রশিদের বডিগার্ড সন্ত্রাসী কামরুল ইসলাম মোহন আগ্নেয়াস্রের লাইসেন্সের জন্য আবেদন করছে বলে জানা গেছে। সম্প্রতি মোহন গোপনে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেন বলে হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, নিষিদ্ধ ঘোষিত ফ্রিডম পার্টির নেতা মোহন এবং তার ভাই কবির অর্থ মন্ত্রাণালয়ের যুগ্ন-সচিব আমীর হামজাকে গুলি করে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। এ অপরাধ তথ্য গোপন করে রাজধানীর এক বিতর্কিত শিল্পপতির ছত্রছায়ার থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে তদবির করছেন।মোহনের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন যে কয়েক দিন পর থেকেই মানুষ খুনের লাইসেন্স পেতে যাচ্ছেন। এ ঘটনায় হাজারীবাগ এলাকায় সাধারণ মানুষদের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানিয়েছেন, তার অপকর্মের আশ্রয়দাতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যার মূল নায়ক কর্নেল ফারুকের বডিগার্ড ফ্রিডম মণ্টু। ফ্রিডম পার্টির নেতা সন্ত্রাসী ফ্রিডম মন্টু। শুধু তাই নয়, ১৯৮৯ সালে ধানমন্ডি এলাকায় ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গ্রেনেড হামলার মূল নায়ক ছিল বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। যোগাযোগ করা হলে নিষিদ্ধ ঘোষিত ফ্রিডম পার্টির নেতা কামরুল ইসলাম মোহন বলেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার আবেদন তিনি নিয়ম মেনেই করেছেন। ছোট ভাই ও তার নিজ নামে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব আমীর হামজাকে গুলি করে হত্যার মামলা রয়েছে কি না জানতে চাইলে তিনি তা স্বীকার করেন।জেইউ/এসকেডি/এমএস

Advertisement