বরিশাল নগরীর নতুনবাজার টেম্পোস্ট্যান্ড থেকে ফেনসিডিলসহ আটক যুবক সুজন খানকে (২৫) ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।মঙ্গলবার বিকেলে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডিত সুজন বাকেরগঞ্জের চরাদির রানির হাট এলাকার মৃত আ. রশিদের ছেলে।আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৮ আগস্ট নগরীর নতুনবাজার টেম্পোস্ট্যান্ডে অভিযান চালিয়ে মহানগর ডিবি পুলিশ সুজনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় ডিবির এসআই আহসান কবির বাদী হয়ে সুজনকে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা একই বছরের ৬ সেপ্টেম্বর সুজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। সা জনের সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ওই রায় প্রদান করেন। উল্লেখ্য, মামলা চলাকালীন সময়ে সুজন আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। সাইফ আমীন/এআরএ/এমএস
Advertisement