রাজনীতি

শেখ হাসিনা ছাড়া কোনো শাসনই সম্ভব নয় : সৈয়দ আশরাফ

আইনের শাসন বলেন আর গণতন্ত্রের শাসন বলেন, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া কোনো শাসনই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা শক্তিশালী বাংলাদেশ গড়তে চাই। আইনের শাসন বলেন আর গণতন্ত্রের শাসন বলেন, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া কোনো শাসনই সম্ভব নয়।তিনি বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশে সবচেয়ে ঘৃণিত অপরাধ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। ৩ নভেম্বরের জেলহত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের ঘটনা একই সূত্রে গাঁথা। মোস্তাক-জিয়া এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।সৈয়দ আশরাফ বলেন, জিয়া, মোস্তাক ও খালেদা সরকার ৩ নভেম্বর ও ১৫ আগস্টের খুনীদের বিচার করেননি বরং হত্যাকারীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের বিভিন্ন দূতাবাসে  চাকরি দিয়ে রক্ষা করেছেন।তিনি আরও বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ১৫ আগস্ট ও জেল হত্যাকাণ্ডের বিচার শুরু করেছেন এবং শেষ করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারও তিনি শুরু করেছেন। তাদের বিচারও বাংলার মাটিতে শেষ করবেন। তাদের রায় কার্যকর হবেই এতে কোনো দ্বিধা নেই।আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Advertisement