স্বাস্থ্য

জুলাইয়ে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ গত জুন মাসের তুলনায় জুলাইয়ে কমেনি বরং বেড়েছে। ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬২২ জন অর্থাৎ গড়ে প্রতিদিন সংক্রমিত রোগীর সংখ্যা ছিল তিন হাজার ৮১ জন। একই সময়ে সংক্রমিত রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেন ৭৭৫ জন অর্থাৎ গড়ে প্রতিদিন ৩৮.৭৫ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

Advertisement

চলতি মাসের ১ জুলাই থেকে আজ ২০ জুলাই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬১ হাজার ৯৭০ জন অর্থাৎ গড়ে সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় ৩ হাজার ৯৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮২১ জনের অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ৪২ জনের মৃত্যু হয়েছে। খোদ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংক্রমিত ও মৃত রোগীর সংখ্যা আরও বেশি। করোনার উপসর্গ নিয়ে অনেকেই নমুনা পরীক্ষা না করিয়ে বাসায় অবস্থান করছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়েও অনেকেই হাসপাতাল ও বাসায় মৃত্যুবরণ করছেন। তারা স্বাস্থ্য অধিদফতরের হিসাবে আসছেন না।

তারা আরও বলেন, আগে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জসহ সীমিত এলাকায় করোনা সংক্রমণ থাকলেও বর্তমানে তা সারাদেশের জেলা-উপজেলা এমনকি গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাছাড়া গত মাসের তুলনায় এ মাসে নমুনা পরীক্ষা কম হলেও করোনা রোগী শনাক্ত ও মৃত্যুহার অনেক বেশি বলে তারা মন্তব্য করেন। আসন্ন ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ উপলক্ষে কোরবানির পশুর হাটে মানুষের অবাধ যাতায়াত ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ঈদের সময় গ্রামের বাড়িতে মানুষের স্রোত থামানো না গেলে সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্য-উপাত্ত অনুযায়ী, ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দিন অনুযায়ী যথাক্রমে- ২৩৮১, ২৯৮১, ২৬৯৫, ২৪২৩, ২৮২৮, ২৬৩৫, ২৭৪৩, ২৭৩৫, ৩১৭১, ৩১৯০, ৩১৮৭, ৩৪৭১, ২৮৬৫, ৩১৪১, ৩০৯৯, ৩৮৬২, ৪০০৮, ৩৮০৩, ৩২৪৩ ও ৩২৪০।

একই সময়ে মৃত্যু সংখ্যা দিন অনুযায়ী যথাক্রমে- ২২, ৩৭, ৩৭, ৩৫, ৩০, ৩৫, ৪২, ৪২, ৪৫, ৩৭, ৩৭, ৪৬, ৪৪, ৩২, ৩৮, ৫৩, ৪৩, ৩৮, ৪৫ এবং ৩৭ জন।

অপরদিকে ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা যথাক্রমে-৩৭৭৫, ৪০১৯, ৩১১৪, ৩২৮৮, ২৭৩৮, ৩২০১, ৩০২৭, ৩৪৮৯, ৩৩৬০, ২৯৪৯, ২৬৮৬, ২৬৬৬, ৩০৯৯, ৩১৬৩, ৩৫৩৩, ২৭৩৩, ৩০৩৪, ২৭০৯, ২৪৫৯ এবং ২৯২৮ জন।

একই সময়ে মৃত্যু হয়েছে যথাক্রমে- ৪১, ৩৮, ৪২, ২৯, ৫৫, ৪৪, ৫৫, ৪৬, ৪১, ৩৭, ৩০, ৪৭, ৩৯, ৩৩, ৩৩, ৩৯, ৫১, ৩৪, ৩৭ ও ৫০জন।

Advertisement

এমইউ/এমএফ/এমএস