জাতীয়

বিদ্যুৎ লাইন বৃদ্ধির সুপারিশ

আরো নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে বিদ্যুৎ লাইন বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রিপ্রেইড মিটার স্থাপনের জন্য সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি । বিদ্যুৎ বিষয়ক রাষ্ট্রীয় সকল প্রোগ্রামে কমিটির সদস্যদেরকে অন্তর্ভুক্ত করারও  সুপারিশ করে কমিটি। জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির ১৬তম বৈঠক এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, হুইপ আতিউর রহমান আতিক,  আবু জাহির, এম. আবদুল লতিফ, আ.ফ.ম বাহাউদ্দিন (নাছিম) এবং এ.বি.এম রুহুল আমিন হাওলাদার অংশ নেন। বৈঠকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন এবং বিদ্যুৎ খাতে প্রিপেইড মিটার স্থাপনের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।  বৈঠকে হাইওয়ে রোডের পাশের সরকারি জায়গার মধ্য দিয়ে বিদ্যুৎ লাইন নেওয়ার জন্যও সুপারিশ করা হয়।  এইচএস/এসকেডি/এমএস

Advertisement