অর্থনীতি

পোশাককর্মীদের স্বাস্থ্যসেবায় কাজ করবে এনজেন্ডারহেলথ ও বিএসআর

তৈরি পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের উন্নত পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য সেবা এবং এসব বিষয়ে বিভিন্ন তথ্য প্রাপ্তি সহজ করার লক্ষ্যে একত্রে কাজ করবে দুইটি সেবা সংগঠন। এগুলো হচ্ছে- আন্তর্জাতিক নারী স্বাস্থ্য সংস্থা - এনজেন্ডারহেলথ বাংলাদেশ এবং  বিএসআরের (বিজনেস ফর সোশ্যাল রেসপনসিবিলিটি)।  মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে সংগঠন দুইটির মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর অনষ্ঠিত হয়।  এ সময় উপস্থিত ছিলেন মায়ের হাসি-২ প্রকলল্পের পরিচালক ও এনজেন্ডারহেলথ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডা. আবু জামিল ফয়সাল, ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের পরিচাল ডা. মঈনুদ্দিন আহমেদ, বিএসআরের পার্টনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের সহযোগী পরিচালক শ্যাভী ঘুলিয়ানি, পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক শেখ মো. শামীম ইকবাল, বিজিএমএইর সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির প্রমুখ।  অনুষ্ঠানে আবু জামিল ফয়সাল বলেন, পোশাক শিল্পের কর্মীরা প্রজননক্ষম এবং তাদের অধিকাংশ বিবাহিত ও যুব-দম্পতি। কিন্তু দীর্ঘ মেয়াদি ও স্থায়ী মেয়াদি পরিবার পরিকল্পনা সেবা সর্ম্পকে তারা অবগত নন। এসব বিষয়ে পোশাক কর্মীদের সচেতনতা বাড়াতে কাজ করবে এনজেন্ডারহেলথ বাংলাদেশ। শ্যাভী ঘুলয়ানি বলেন, স্বাস্থ্য সচেতনতার অভাবে পোশাককর্মীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। তাদের প্রজনন ও কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিএসআর ও এনজেন্ডারহেলথ যেসব কারখানায় কাজ করে শুধু ওইসব কারখানার শ্রমিকদের এ সহযোগিতা করা হবে। তিনি বলেন, বিএসআরের হারহেলথ প্রজেক্ট বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন ও ব্যবসার উন্নয়নে কাজ করছে। ৪৫টি আন্তর্জাতিক সংস্থার সাথে ১৪টি দেশে ২৫০টি কারখানা, ২০টি সিভিল সোসাইটি পার্টনার ও স্বাস্থ্য সেবা প্রদানকারী সংগঠনের সাথে কাজ করছে। নারী পোশাককর্মীদের স্বাস্থ্য সেবা উন্নয়নে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানিয়ে বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ নাসির বলেন, বিজিএমইএ সব সময় কর্মীদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করছে। এ উদ্যোগ কর্মীদের আরো সহযোগিতা করবে। এসআই/এসকেডি/এমএস

Advertisement