জাতীয়

করোনায় প্রায় অর্ধেক মৃত্যুই ঢাকা বিভাগে

মহামারি করোনাভাইরাসে মৃত্যুর পরিসংখ্যানে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে রাজধানী ঢাকা তথা ঢাকা বিভাগে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। আজ (২০ জুলাই) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৬৮ জনে। এদের মধ্যে পুরুষ দুই হাজার ১০৪ জন ও নারী ৫৬৪ জন। শাতংশের হিসাবে পুরুষ ৭৮ দশমিক ৮৬ শতাংশ আর নারী ২১ দশমিক ১৫ শতাংশ।

Advertisement

করোনায় মোট মৃত ২ হাজার ৬৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৩০৫ জন বা ৪৮ দশমিক ৯১ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৬৭৩ জন বা ২৫ দশমিক ২২ শতাংশ, রাজশাহী বিভাগে ১৪৪ জন বা ৫ দশমিক ৪০ শতাংশ, খুলনা বিভাগে ১৭৩ জন বা ৬ দশমিক ৪৮ শতাংশ, সিলেট বিভাগে ১২৫ জন বা ৪ দশমিক ৬৯ শতাংশ, বরিশাল বিভাগে ১০০ জন বা ৩ দশমিক ৭৫ শতাংশ, রংপুর বিভাগে ৯০ জন বা ৩ দশমিক ৩৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৫৮ জন বা ২ দশমিক ১৭ শতাংশ।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন মারা গেছেন। এর মধ্যে ২১ জন ঢাকা বিভাগের, সাত জন চট্টগ্রাম বিভাগের, পাঁচ জন রাজশাহী বিভাগের, ১০ জন খুলনা বিভাগের, দু’জন রংপুর বিভাগের, তিন জন সিলেট বিভাগের এবং দু’জন বরিশাল বিভাগের।

এদিকে দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৯২৮ জন শনাক্ত হয়েছেন। ফলে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ সাত হাজার ৪৫৩ জনে।

Advertisement

সোমবার (২০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এমইউ/এমএফ/এমএস