একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক ময়মনসিংহের হরমুজ আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এ মামলার মোট আট আসামির বিরুদ্ধে আগামী ১৭ নভেম্বর তদন্তের অগ্রগতি প্রতিবেদেন জমা দেয়ার জন্য বলা হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম আনোয়ারুল হকের নের্তৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতের শুনানিতে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন। এই মামলায় গ্রেফতার হয়েছেন মোট ৫ জন। এর আগে ময়মনসিংহের ত্রিশাল থেকে আসামি হরমুজ আলীকে গ্রেফতার করে থানায় নেওয়ার পথে তাকে বহনকারী পুলিশের গাড়িটি দুর্ঘটনায় পড়লে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ট্রাইব্যুনালে হাজির করলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ওই মামলায় গ্রেফতারকৃত অন্য পাঁচ জন হলেন, জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদ ডা. খন্দকার গোলাম সাব্বির ও মিজানুর রহমান মিন্টু। ১ অক্টোবর প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ মামলার আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে ওই দিনই ঢাকায় গ্রেফতার হন এম এ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদ। ময়মনসিংহ সদর ও ত্রিশালে গ্রেফতার হন বাকি তিনজন। পলাতক তিন আসামির পালিয়ে যাওয়ার আশঙ্কায় তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এরই মধ্যে এম এ হান্নানকে সেভহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ১৯ মে এমপি হান্নানসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। এফএইচ/এসকেডি/আরআইপি
Advertisement