মেহেরপুর শহরের বামন পাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইউসুফ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোরে তার মৃত্যু হয়।
Advertisement
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন। তিনি জানান, ১৭ জুলাই কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন ইউসুফ আলী। তার বাড়ি লকডাউন করে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। তার মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে বলেও জানান তিনি। এ নিয়ে মেহেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ জন। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হওয়ার আগে ৫ জনের মৃত্যু হয়। এছাড়া হামিদুল ইসলাম নামের একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় তার মৃত্যু সংখ্যা গণনা করা হচ্ছে ঢাকায়। ফলে মেহেরপুর জেলায় মৃত্যুর সংখ্যা ৭। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৩।
আসিফ ইকবাল/এফএ/এমকেএইচ
Advertisement