করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবু জাফর (৪৬) নামে আরও এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে আনসার বাহিনীর এক কর্মকর্তাসহ মারা গেলেন ছয়জন।
Advertisement
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসারের প্লাটুন কমান্ডার আবু জাফর মোংলা বন্দরের ১ নম্বর গার্ডে কর্মরত ছিলেন।
আবু জাফর খুলনার খালিশপুর উপজেলার বয়রা ১৪ নম্বর ওয়ার্ডের রায়েরমহল (পূর্বপাড়া কাজিবাড়ি) গ্রামের মরহুম মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাগেরহাটের জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি ও খুলনা রেঞ্জের পরিচালক মোল্যা আমজাদ হোসেন শোক প্রকাশ করেছেন।
Advertisement
উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯১০ জন। এদের মধ্যে সুস্থ ৪৯০ জন, হাসপাতালে চিকিৎসাধীন ১৯০ জন এবং বিভিন্ন থানা, ক্যাম্পে, হোটেলে, হোম কোয়ারেন্টাইনে আছেন ২২৪ জন।
জেইউ/বিএ/এমকেএইচ