জাতীয়

করোনায় প্রাণ গেল আরও এক আনসার সদস্যের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবু জাফর (৪৬) নামে আরও এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে আনসার বাহিনীর এক কর্মকর্তাসহ মারা গেলেন ছয়জন।

Advertisement

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসারের প্লাটুন কমান্ডার আবু জাফর মোংলা বন্দরের ১ নম্বর গার্ডে কর্মরত ছিলেন।

আবু জাফর খুলনার খালিশপুর উপজেলার বয়রা ১৪ নম্বর ওয়ার্ডের রায়েরমহল (পূর্বপাড়া কাজিবাড়ি) গ্রামের মরহুম মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বাগেরহাটের জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি ও খুলনা রেঞ্জের পরিচালক মোল্যা আমজাদ হোসেন শোক প্রকাশ করেছেন।

Advertisement

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯১০ জন। এদের মধ্যে সুস্থ ৪৯০ জন, হাসপাতালে চিকিৎসাধীন ১৯০ জন এবং বিভিন্ন থানা, ক্যাম্পে, হোটেলে, হোম কোয়ারেন্টাইনে আছেন ২২৪ জন।

জেইউ/বিএ/এমকেএইচ