বিনোদন

শাকিব-অপুর সাথে প্রথম মিলন

মঞ্চ ও ছোটপর্দা মাতিয়ে অভিনেতা আনিসুর রহমান মিলন বড় পর্দাতেও দাপট তৈরি করেছেন। কয়েকটি ছবিও মুক্তি পেয়েছে মিলনের। তারমধ্যে ভালবাসা সীমাহীন, ব্ল্যাকমেইল, ভালবাসার গল্প ইত্যাদি ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকদের কাছে। সম্প্রতি তিনি যোগ হয়েছেন আরো একটি নতুন ছবিতে। তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিটির নাম ‘রাজনীতি’। এখানে ঢাকাই চলচ্চিত্রের দুই সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের সাথে প্রথমবারের মতো কাজ করছেন তিনি। এরইমধ্যে শুরু হয়েছে ছবিটির দৃশ্যধারনের পর্ব। মঙ্গলবার এফডিসিতে গিয়ে দেখা গেল চলছে রাজনীতির শুটিং।  পরিচালক জানালেন, শাকিব-অপু-মিলনকে নিয়ে নির্মাণাধীন রাজনীতি ছবিটি হাল সময়ের প্রেক্ষাপট নিয়েই নির্মিত হচ্ছে।ছবির গল্পে দেখা যাবে, অয়নের বড় ভাই শাকিল রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু অয়নের মা-বাবা চান না সে-ও ভাইয়ের পথে হাঁটুক। কিশোর বয়সেই অয়নকে পাঠিয়ে দেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। সেখানেই সে পড়াশোনা করতে থাকে। কিন্তু দেশের প্রতি তার টান রয়ে যায়। একসময় অয়নের শিক্ষা শেষ হয়। চাকরি হয় বিদেশে মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানে। কিন্তু অয়ন চাকরিতে না ঢুকে চলে আসে স্বদেশে। দেশে ফেরার কিছুদিনের মধ্যে অয়নও রাজনীতিতে জড়িয়ে পড়ে। এখানে অয়নের ভূমিকায় আছেন চিত্রনায়ক শাকিব খান। তার বড় ভাই শাকিলের চরিত্রটি করছেন আনিসুর রহমান মিলন।‘রাজনীতি’ প্রসঙ্গে বুলবুল বিশ্বাস জানান, ‘আমার বিশ্বাস ছবিটিতে নতুন এক শাকিবকে পাবেন দর্শকরা। সাথে মিলনের চরিত্রেও চমক থাকবে। ছবি গল্প, লোকেশন, সংলাপ, গানসহ খুঁটিনাটি বিষয়ের নতুনত্ব নিয়ে সকলের মাঝে হাজির হতে চেষ্টা করছি।’এলএ/এমএস

Advertisement