বলিউডের জনপ্রিয় নির্মাতা রজত মুখার্জি আর নেই। ‘প্যায়ার তুনে কেয়া কিয়া’, ‘রোড’, ‘লাভ ইন নেপাল’, ‘উমিদ’ প্রভৃতি সিনেমার এই পরিচালক অনেকদিন ধরেই কিডনি ও ফুসফুস ইকফেকশন সমস্যায় ভুগছিলেন। রোববার সকালে জয়পুরে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
Advertisement
হাসপাতালে এই রোগের সঙ্গে অনেকদিন ধরে লড়াই করেছেন রজন। গত মে মাসে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছিলেন। অবশেষ না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউড জুড়ে।
পরিচালক অনুভব সিনহা তার বন্ধুর মৃত্যুতে শোক জানিয়ে টুইটারে লিখেছেন, ‘আরো এক বন্ধু অকালে চলে গেলো। পরিচালক রজত মুখার্জি কয়েকমাস ধরে অসুস্থ অবস্থায় জয়পুরে ছিল। বিদায় বন্ধু।’
অভিনেতা মনোজ বাজপেয়ী টুইটারে লিখেছেন, ‘আমার বন্ধু এবং রোড সিনেমার পরিচালক রজত মুখার্জি আজ ভোরে অসুস্থতার কারণে জয়পুরে মারা গেছেন। শান্তিতে থাকো রজত। কাজ নিয়ে আমরা আর আলোচনা করব না এটি বিশ্বাসই করতে পারছি না।’
Advertisement
এমএবি/এলএ/পিআর